কোন ক্যামেরা ব্যবহার করবো? পর্ব-১

 কখনো ডিএসএলআর, মিররলেস, ডিজিটাল ক্যামেরা(পয়েন্ট এন্ড শ্যুট বা কমপ্যাক্ট), মোবাইল এর ডিফল্ট বা স্টক ক্যামেরা, অ্যান্ড্রয়েডে গুগল ক্যামেরা অ্যাপকে একসাথে গুলিয়ে ফেলবেন না।



যারা প্রফেশনালি ছবি তুলতে চান ডিএসএলআর তাদের জন্য। ডিএসএলআর এবং মিররলেস যেকোনো শৌখিন মানুষের জন্য। আমি এগুলোর কিছু কিছু ফাংশান জানলেও আমার এগুলোর প্রয়োজন নেই। তাই আমি ডিজিটাল এ মন দিই।



যারা বোকা তারাই দেখবেন ডিজিটালের সাথে মোবাইলের ক্যামেরা গুলিয়ে ফেলবেন। ভাই এখন 10k এর নিচের বাজেটেও ১২-১৩ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। কিন্তু ১০বছর আগের ৭মেগা ডিজিটাল ক্যামেরা আর এখনের ১৩মেগা ক্যামেরার রেজুলেশন মিলায় দেখেন। ১৩এর জুম করতে গেলেই দুই ট্যাপের পর রেজুলেশন ফেটে যাবে।




আর ডিজিটাল এবং মোবাইলের যে সেন্সর দুইটার ই আকাশ পাতাল তফাৎ। এগুলো আমি বিস্তারিত বলবো আগামী পর্বে।

Comments